
তুমি থাকো নিরালায় (আধ্যাত্মিক কবিতা)
তুমি থাকো নিরালায়
আর আমি লোকালয়ে
করো তুমি নজরদারি
আমার লাগে ভয়।
আপন খেয়ালে যায় বেলা
করি আমি অবহেলা
তোমার স্মরণ, তোমার চরণ
অন্তর হতে হয়েছে হরণ
দয়া করো দয়া করো
আমায় দিও না কোনো যন্ত্রণা,
জীবনের অসংখ্য পাপ
ধুয়ে মুছে করো সাফ
এটুকুই মোর প্রার্থনা
নিবেদক : মোঃ ওমর ফারুক