হোমপেজ আধ্যাত্মিক কবিতা ক্বালবে আল্লাহু আর নবীজী (আধ্যাত্মিক কবিতা)

ক্বালবে আল্লাহু আর নবীজী (আধ্যাত্মিক কবিতা)

ক্বালবে আল্লাহু আর নবীজী (আধ্যাত্মিক কবিতা)

ক্বালবে আল্লাহু আর নবীজী
কথাঃ জান্নাতুল নাফিয়া রহমান

ক্বালবে আল্লাহু আর নবীজী
নতশীরে কত আর্জি
কলেমা পড়ো পাপ বিনাশে
কি জানি কি হয় অবশেষে

গুণাহর বোঝা মাথায় ভারী
সরাইতে করো জিকিরি
ঘুরা ফেরা পাগল বেশে
কি জানি কি হয় অবশেষে…..

পাপী যারা মাওলা ছাড়া
একূল-ওকূল হারা
পেরেষাণ হও মাওলার আশে
কি জানি কি হয় অবশেষে

ইয়া মোহাম্মদ নামের মালা
পড়লে তুমি আল্লাহওয়ালা
পাপী নাফিয়া রয় বেহুশে
কি জানি কি হয় অবশেষে…..