মহামিলন (আধ্যত্মিক কবিতা)
মহামিলন
– মোঃ সিয়াম হোসেন খান
রোজ হাশরে তুমি নাকি
কোর্ট বসাবা,করবা বিচার
কোর্ট না ছাই, প্রেমের হাঁট
বুজতে আমার নাই বাকি।
তুমি আমার করবা বিচার
বিশ্বাসীতে বলো আমায়?
মামলা দিবো তোমার নামে
মন ভাঙাবার লাখ খানেক
আমি আমার হব উকিল,
আমিই আমার মোক্তার
তুমি কাজী রায় শুনাবা
জমে যাবে কারবার।
তোমায় নিয়ে দিবো ঝাঁপ
সাত দোযখের মাঝে
নরকের কি সাধ্য আছে
আমায় করবে দাহ
দেখবে, কেমন করে গুটিয়ে যাবে
লজ্জাবতির লাজে।
লাইলি মজনুর মিলন হবে
বিচার করার ছলে
প্রেমের আসর জমবে বেশ
সুর-শরাবের জলে।
মিলন হবে,মহামিলন
শেষ বিচারের শেষে
আছেন যতো নবী-অলি
আমার মতোন পাপী
মিলবে যেয়ে কালের শেষে
ঘটবে নিশাবসান।