হোমপেজ আধ্যাত্মিক কবিতা কবিতা: ঈশ্বরের সন্ধানে – মাওলানা রুমি

কবিতা: ঈশ্বরের সন্ধানে – মাওলানা রুমি

529

কবিতা: ঈশ্বরের সন্ধানে – মাওলানা রুমি

আমি সেদিন ছিলাম যখন কোন নাম ছিল না,
অথবা নামধারী কোনো অস্তিত্বের লক্ষণও ছিলনা।
আমার দ্বারা নাম এবং নামদারীদের দৃশ্যমান করা হলো,
সেদিন যখন কোন ‘আমি’ বা ‘আমার’ ছিল না।
চিহ্ন সরুপ প্রেমাস্পদের কুস্তল দামের অগ্রভাগ অস্তিত্বহীন ছিল।
ক্রস্ক এবং খ্রিষ্টান, একপ্রান্ত থেকে অপরপ্রান্ত।
আমি খুজলাম; তিনি ক্রুশে ছিলেন না।
আমি দেব-মন্দিরে গেলাম এবং প্রাচীন প্যাগোডায়;
সেখানে কোন চিহ্নই ছিল না।
আমি হেরাট ও কান্দাহারের পর্বতে গেলাম,
সেখানে দেখলাম; তিনি তিনি পর্বত বা উপত্যকায় ছিলেন না।
দৃঢ় সংকল্প হয়ে আমি কাফ পর্বতের চূড়ায় উঠলাম;
সে স্থানে কেবল আনকা পাখির বসবাস ছিল।
আমি খোজ করতে কা’বায় গেলাম,
তিনি সেই প্রাচীন ও নবীনের আবাসস্থলেও ছিলেন না।
আমি ইবনে সিনাকে তার অবস্থার কথা জিজ্ঞেস করলাম,
তিনি ইবনে সিনার আওতার মধ্যে ছিলেন না।
আমি দুই ধনুকের দূরত্বে পরিভ্রমণ করলাম,
তিনি সেই মহামান্বিত প্রাঙ্গণেও ছিলেন না।
আমি নিজের হৃদয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম,
সেখানেই তাকে দেখলাম; তিনি আর কোথাও ছিলেন না।
পবিত্র হৃদয় শামস তাবরিজি ছাড়া,
আর কেউ এত মাতাল ও প্রমত্ত এবং উন্মাদ ছিল না।

সূত্র: দিওয়ানে শামস ই তাবরিজ।