প্রেমের ফুল (আধ্যাত্মিক কবিতা)

প্রেমের ফুল (আধ্যাত্মিক কবিতা)

প্রেমের ফুল
– Kaisar Uddin

চট্টগ্রামের ধন্য নগরী
কুতুবদিয়া দ্বীপ।
জন্মেছে ক্ষণজন্মা
খোদায়ি পথিক।

দরবার নয় যেন সাম্যের প্রতীক
এক কাতারে আহার
বিনামূল্যে খাদ্য বিলায়
মহান রবের কৃপায়।

বর্ণতে নয় কর্মে মানুষ
জাতে মানবকুল
অসহায়ের পাশে দাঁড়াও
ইসলাম ধর্মের মূল।

জ্ঞান তো নয় মহাজ্ঞানী
বাহরুল উলুম
দর্শনতো নয় অন্তর্দৃষ্টি
অথৈই মানবকুল।

সাধক রাজ্যের মহাসাধক
মাওলানা হজরত
তাপসকুলের শিরোমণি
গাউছুল বেলায়াত।

খোলা চোখে দেখতো তিনি কত সুদূর পথ
জিকির করলে মনে হতো নূরানি সূরত।

খোদার প্রেমের মস্ত পাগল
মালেক শাহ্ হুজুর
ইলাহিতে ফানাহ্ থাকতো
সকাল সন্ধ্যা দিনদুপুর।

কথাতে মুক্তা ঝড়তো
চাহনিতে নূর
ক্বলবে ধাক্কা দিতো
নূরে মুহাম্মাদীর জোর।

জিকির-আজকার চলতো হারদম
নূরি মহলে
বেহুশ হয়ে ধ্যানে থাকতো
জালালি হালতে।

বদ আলেম আর ধনপতিদের করতো না কদর
ফকির-মিসকিন আর খোদাভীরুদের করতো সমাদর

রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী করতো যাতায়াত
জবান খুলে করত তাঁদের কত নসিহত।

কত পাপী আর ভ্রান্ত পথিক পেয়েছে নিখুঁত পথ
দ্বীনের তরীর ঝাঁন্ডাবাহী সকল ধর্মমত।

নবীপ্রমের বীজ বুনেছে অলি-আল্লাহর দল
নবী পাকের খুশবু নিতে কুতুবদিয়ায় চল।

আরিফ বিল্লাহর প্রেম নগরে কত গুণীজন
কুতুবদিয়ার বাবাজান ক্বেবলা মোদের প্রেমের জল।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel