হোমপেজ আধ্যাত্মিক কবিতা কবিতা: মহরম পর্ব -অয়ন সাঈদ

কবিতা: মহরম পর্ব -অয়ন সাঈদ

কবিতা: মহরম পর্ব -অয়ন সাঈদ

লানত! লানত! লানত!
প্রতিটি ইয়াজিদ… ও কীটাণূকীট-

যাহাদের হাত পাথর পায়নি খুঁজে
যাহাদের হাতে বালিও ওঠেনি
শব্দ ছুড়ে মেরেছিল তারাও
বলেছিল মারো মারো মারো!

তাহাদের বিপরীতে বাদশাহ হুসাইন
মজলুম হাতে জুলফিকার,
নিরুপায় তো নয়
খোদ রাসূল হুসাইন হতে,
হুসাইন রাসূলে-খোদাময়।

তোমরা যদি ১০ই মহরম রাসূলুল্লাহ কে দেখতে
এলোমেলো কেশপাশ, জামায়,
দাড়ি মোবারকে খাকে শেফা
চোখে দরবার আল্লাহার
হাতে তাজা খুন শোহদায়ে কারবালার

মদীনায় কাঁদছেন উম্মে সালমা!
রক্তাশ্রু মাতমে কেঁদেছে আকাশ!

বল্লমে পাক শির মোবারক
বুলন্দ সবার পরে;
শেকলে বেঁধেছ জয়নুল আবেদীন
তবু পাক হাতের মুঠোতেই বন্দী সকলে।

লানত! সমূহ মজলিশ ইয়াজিদের
লানত! শামের বাজার