নফসের ভেদ (আধ্যাত্মিক কালাম)
নফসের ভেদ
– সেখ আমির উদ্দিন
নফস না চিনিলে তুমি
রব চিনিবে কেমনে?
মান আরাফা নাফসা হু এর ভেদ
জানে যে জনে।।
আপন নফস কে চিনিলে
স্বয়ং খোদা তালার হদিস মিলে
মুর্শিদ কে যে রাখছে দিলে
সদা ধ্যানে জ্ঞানে।।
নফস কিভাবে চিনিবে ভাই?
তার খবর জানা নাই
হক্কানী আলেমে জানে
যা আছে ওই বাতেনে।।
নফস এর কিবা রং হয়
সে কোনখানেই বা রয়
শুনেছি খোদা বিরাজে
নফসে মুত্তমাইনে।
আমিরউদ্দীন বলে গো শোনো
যদি নফস নাহি চিনো
পাবেনা খোদার দিদার
খুঁজলেও সারা জীবনে।