হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) গান: ওহে গুরু দয়াময়, তুমি অসহায়ের সহায়।

গান: ওহে গুরু দয়াময়, তুমি অসহায়ের সহায়।

521

গান: ওহে গুরু দয়াময়, তুমি অসহায়ের সহায়।

ওহে গুরু দয়াময়,
তুমি অসহায়ের সহায়।
তোমারি নাম সাড়া জগত জুড়িয়া,
আমাকে দাও দেখা আসিয়া দয়াল
আমাকে দাও দেখা আসিয়া।

মহাপাপী ছিল দুজন জগাই আর মাধাই,
অন্ধকারে পথ দেখাল – দয়ালও নিতাই।
দয়াল আমি অতি গুণাহগার,
ভজন সাধন নাই আমার।
দয়াল আমাকে নাও পথ দেখাইয়া-
আমাকে দাও দেখা আসিয়া দয়াল।।

অনাথেরই নাথ তুমি কাঙালেরই ধন,
অগতির গতি তুমি পতিত পাবন।
দয়াল তুমি দ্বীনবন্ধু, করুণারই সিন্ধু
আমাকে নাও তুমি তরাইয়া
আমাকে দাও দেখা আসিয়া।

জীবন নদীর ঘূর্ণিপাকে আমার ভাঙ্গা তরী,
তুমি কোথায় রইলা দ্বীন বন্ধু দয়াল হরি।
আমি ডাকি তোমায় বারবার,
তুমি ছাড়া কেউ নাই আর।
দয়াল আমাকে নাও কোলে তুলিয়া।
আমাকে দাও দেখা আসিয়া।

অধীন হান্নানে তাই ভেবে আকুল ওহে গুরুধন,
পথহারা পথিক আমি অতি অভাজন।
দয়াল আমার জীবন অন্ধকার,
ভরসা কেবল তোমার।
দয়াল আমাকে দিওনা ফেলিয়া।
আমাকে দাও দেখা আসিয়া।

কথা ও সুরঃ শাহ্ সূফী বাবা আব্দুল হান্নান চিশতী নিজামী।