কামেই হয় সৃজন-ধ্বংস, কামই প্রেমের বীজ।
কামেই হয় সৃজন-ধ্বংস
কামই প্রেমের বীজ,
কামহীন প্রেম হয় যেন
কোন মূল্যহীন চীজ।
কাম হতেই প্রেম হয়
হয় প্রেম আকিঞ্চন,
কাম-প্রেমের মিলনেই
প্রানী করে জন্মগ্রহন।
কাম ছাড়া প্রেম হয় না
কামই সৃষ্টির আদি কথা,
কামের সেই নিগূঢ় তত্ত্ব্ব
বলা যায় না যথাতথা।
কাম সাগরে ভরা কাঁটাল
সাথে মহা প্রেম তরঙ্গ
ভাব না জেনে সাঁতার দিলে
দেহতরী খানা হবে ভঙ্গ।
প্রেমের সাধক কাম সাগরে
সাঁতার খেলে অনায়াসে,
জোয়ার-ভাটার ভাব বুঝিয়া
সাঁতার দেয় সে মহাহুশে।
পাছ-আনফাসের সাধন বলে
মনকে আনে প্রাণের বশে,
কাটিয়া সেই কামের খায়েশ
মুক্তি পায় সে অবশেষে।
– DM Rahat