হোমপেজ শিক্ষণীয় ঘটনা ও বাণী আমার চেয়ে কুকুর ভালো!

আমার চেয়ে কুকুর ভালো!

563

আমার চেয়ে কুকুর ভালো!

আমার চেয়ে কুকুর ভাল,
আমি তার মত প্রভুভক্ত
আজও হইলাম না।
আমি মানবকূলে নিয়ে জনম
আমি আমার প্রভুর
ভজন-সাধন করলাম না।

ইতর প্রাণী হয়েও কুকুর
সর্বদা প্রভুর অধীন রয়,
আমি প্রভুর অবাধ্য গোলাম,
জীবন আমার পূর্ণ পাপময়।।

ছবিতে দেখা যাচ্ছে একটি কুকুর তার মালিকের কবরের পাশে শুয়ে আছে। এটাই ভালবাসা, এটা প্রেম, এটা আনুগত্য। একটা পশু তার মালিককে যেখানে এতোটা ভালবাসে, সেখানে আমি আমার প্রভুকে স্মরণও করি না। তবে কি আমার চেয়ে কুকুর উত্তম নয়?

হে প্রভু! আমাদের এই কুলষিত হৃদয়কে পবিত্র করে আপনার নূরে নূরাম্বিত করে দিন। আমাদের পাষাণ হৃদয়ে আপনার প্রতি প্রেম-ভালবাসা জাগিয়ে দিন।

লেখাঃ DM Rahat