হোমপেজ সূফীবাদের ভ্রান্ত ধারণা সূফীতত্ত্ব বনাম ভ্রান্ততত্ত্ব (পর্ব-০৩)

সূফীতত্ত্ব বনাম ভ্রান্ততত্ত্ব (পর্ব-০৩)

179

সূফীতত্ত্ব বনাম ভ্রান্ততত্ত্ব (পর্ব-০৩)

বেদ ছাড়া ফকিরদের এই ধারা,
মানে না কেতাব কোরান, নবীজির তরিক ছাড়া।

মুশরেকি তরিক ধরে, চন্দ্র সূর্য্য পূজা করে,
পঞ্চরস সাধন করে, চন্দ্রভেদী যারা,
সরল চন্দ্র, গরলচন্দ্র, রুহিনী চাঁদ ধারা,
রজে বীজে মিলন করে পান করেছে তারা।

সব চুলের মাথায় জটা, খায় সিদ্ধি ভাং ঘোটা,
কথা কয় এলো খোল, বুঝা যায় না সেটা,
(তাদের) দেখলে রোগ দুরে যায়, গানের বড় ঘটা,
অধীন রশিদ বলে বেতরিক সেই, আউল বাউল নাড়া।

গানের কথাঃ সূফী সম্রাট দেওয়ান শাহ্ আঃ রশিদ চিশতী নিজামী (রাঃ)

» সূফীতত্ত্ব বনাম ভ্রান্ততত্ত্ব (সবগুলো পর্ব)