নারী নিয়ে রতি সাধন নামের কোন সাধনা নাই।
সুফিবাদে যৌনতা, নারী নিয়ে রতি সাধন নামের কোন সাধনা নাই। যদি থাকতো রতি সাধনার পথ বাদ দিয়ে কেনো মহানবী হেরা গুহায় ধ্যান সাধনার পথ দেখালেন, কেনো ভগবান শ্রী কৃষ্ণ ১৬ বছর বয়সে রাধাকে ছেড়ে সন্যাসীর পথ বেছে নিলেন, কেনো নিমাই বাসর না করে বিষ্ণুপ্রিয়া কে ছেড়ে ঘর ছাড়া হলেন, কেনো খাজা মঈনুদ্দিন চিশতি ৮২ বয়সে বা মতান্তরে বিয়ে করলেন?
কেনো রামকৃষ্ণ পরমহংস দেব, তিনার স্ত্রী শারদা দেবিকে মা বলেন ইত্যাদি আরো অনেক ইতিহাস আছে। যদি নারী সঙ্গ নামের রতি সাধন এতই জরুরি হতো তাহলে মহা মানবগণ কেন রতি সাধন নিয়ে শিক্ষা না দিয়ে কেনো নির্জন সাধনার উপদেশ দিলেন?
তবে নিজের দেহের বীর্য শক্তি নিয়ন্ত্রণ করা অনেক ভালো ও জরুরি। মন মানষিকতা, দেহ সুস্থ ইত্যাদি ক্ষেত্রে বীর্য নিয়ন্ত্রণ জরুরি (সংক্ষেপে বলা হল)।
আমি নিজেই সুফি নই। মানুষই হতে পারিনি কিন্তু সুফি হবো কি করে? তবে অধম সুফি মতাদর্শের নগন্য সাপোর্টার মাত্র। সুফি তৈরি করবেন মাওলা পাক স্বয়ং নিজে। আমরা সুফিবাদ সার্বজনীন মতাদর্শের সমর্থক তৈরি করতে চেষ্টা করছি মাত্র। জয় হউক সুফিবাদের।
– অধম জাফরী (কেন্দ্রীয় সদস্য সচিব),
– সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।