হোমপেজ ইলমে মারেফত তাওহীদের শিক্ষা

তাওহীদের শিক্ষা

তাওহীদের শিক্ষা

লোকেরা খান্নাস-রূপী শয়তানের কুমন্ত্রণায় মোহ-মায়ায় জড়িয়ে পড়ে শয়তানের শিষ্যত্ব বরণ করে নেবার পরও নবী রাসূলগনেরা সামান্য একটি স্বতঃসিদ্ধ সত্য তথা তৌহিদের রহস্যটি বুঝিয়ে দিতে এসেছিলেন। অনেকেই মনে করেন যে, তৌহিদের শিক্ষাটি একটি বিরাট শিক্ষা, আসলে এই কথাটি একটি ডাহা মিথ্যা কথা। খান্নাসমুক্ত জীবনই তৌহিদের জীবন। খান্নাসমুক্ত জীবনই বুঝতে পারে সব কিছুর এক হতে আগমন আবার একেরই মধ্যে প্রত্যাবর্তন।

মেকি জ্ঞানীরা, মেকি বিদ্বানেরা, মেকি দার্শনিকেরা, মেকি হাঁড়ি- পাতিলের জ্ঞান বিশেষজ্ঞরা এমন সব আডুম-ধাডুম দর্শনের কথাবার্তার মারপ্যাচ যুগে-যুগে, কালে-কালে এবং আজও প্রচার করে বেড়াচ্ছে এবং দলে- দলে লোকেরা তাদের নমস্য সাধুতার কাছে পরাজয় বরণ করে আত্মসমর্পণের মুরিদ হচ্ছে। ভেজাল আছে বলেই খাঁটির মর্যাদা, অন্ধকার আছে বলেই আলোর পরিচয়, মন্দ আছে বলেই ভালোর স্বীকৃতি—এ যে তাঁরই লীলাখেলা।

তাই তিনি জুলজালালুহুল ইকরাম তথা একটি মুহূর্তে কোটি-কোটি রূপ দর্শন করাবার পর সেই রূপটি আর কোনোদিন কোনো কালেই দেখানো হয় না। তাই আল্লাহর আরেক নাম হলো কারামতওয়ালা।

(ডা. বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী)।

নিবেদক: আর এফ রাসেল আহমেদ আল জাহাঙ্গীর