হোমপেজ ইলমে মারেফত আল্লাহ মানুষের নিকট কি আমানত রেখেছেন?

আল্লাহ মানুষের নিকট কি আমানত রেখেছেন?

662

আল্লাহ মানুষের নিকট কি আমানত রেখেছেন?

পবিত্র কোরআনে- সূরা: আহযাব, আয়াত-৭২ এ আল্লাহ তায়ালা ষোষণা করেনঃ-

“আমি আসমান, যমীন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছিলাম, তারা তাঁ বহন করতে অস্বীকার করল এবং তাতে শষ্কিত হল, কিন্ত মানুষ তা বহন করল; সে কত যালিম, কত অজ্ঞ।”

আমানত সম্পর্কে বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব তিনার নসিহত শরিফে বলেছেনঃ-

“মানুষের সমুদয় গুণাগুণ তথা কল্পন, দর্শন, শ্রবণ, চিন্তন, সৃজন, কথন-সবই আল্লাহতায়ালার দান। মানুষের হৃদয় বা কাল্ব-তাহাও আল্লাহতায়ালার আমানত বা দান। এই আমানতের খেয়ানত যে করিবে, তাহার পরিণাম ভয়াবহ।”