হোমপেজ বিশ্ব জাকের মঞ্জিল ছোট না হইলে বড় হওয়া যায় না।

ছোট না হইলে বড় হওয়া যায় না।

540

ছোট না হইলে বড় হওয়া যায় না।

নিজেকে সব সময়ই মনে, মুখে ও কাজে নিকৃষ্ট চিন্তা করিবে। ছোট না হইলে বড় হওয়া যায় না।

গাছের শিখরে উঠিতে হইলে নীচ হইতে চেষ্টা করিতে হয়। হযরত আদম (আঃ) মাটির তৈরী হিসাবে নিজেকে নিকৃষ্ট জানিতেন। তাই আল্লাহতায়ালা তাহার ইজ্জত বাড়াইয়া দিলেন, খলিফা হিসাবে মনোনিত করিলেন।

অন্যদিকে শয়তান আগুনের তৈরী বলিয়া নিজেকে বড় মনে করিল, শ্রেষ্ঠ ভাবিল। তাই সে আল্লাহতায়ালার কোপানলে পড়িল, অভিশপ্ত হইল, পবিত্র দরবার হইতে বিতারিত হইল। তোমাদের দেহের মধ্যেও আগুন আছে।

সেই আগুনের স্বভাব ও আছে-তাহা হইল অহংকার। সর্বদাই হুশিয়ার থাকিও৷ যেন আগুনের স্বভাব তোমাদের উপরে প্রভাব ফেলিতে না পারে। তোমরা নিজেদেরকে মাটির মত করিয়া গড়িয়া তোল।

দেখ, মাটিতে কত রং বেরং-এর চিত্তাকর্ষক ফুল হয়, সুস্বাদু ফল হয়, নিজেদের স্বভাবকে যদি মাটির মত বিনয়ী করিতে পার, তাহা হইলে মাটির তৈরী তোমাদের এই দেহের প্রত্যেক অণুতে কলেমা “লা ইলাহা ইল্লাল্লাহু, মোহাম্মাদুর রাসূলুল্লাহ” এর ফুল ফুটিবে, খোদাপ্রাপ্তিত্ত্বজ্ঞানরূপ ফল ধরিবে।

বাণীতে- [ হযরত মাওলানা শাহ্সূফী বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুর। ]