৪নং গজল : শােন মমিন মুসলমান নুর নবীজির উম্মতগণ

প্রেমতত্ত্ব

গজল নং-৪: শােন মমিন মুসলমান নুর নবীজির উম্মতগণ

শােন মমিন মুসলমান
নুর নবীজির উম্মতগণ
আটরশির ঐ ফুল বাগানে
যাইতে ভুইলাে না
আটরশিতে ফুটেছে ফল গন্ধে ভরা আকুল।
উইরা যায়রে ভ্রমরগুলি বাধা মানে না।
সেই ফুলের মধু খাবি নবীজির শাফায়াত পাবি
হায়শরে তরাইয়ে নেবে পাক রব্বানা।
নামাজ পর পাঞ্জেগানা গুনার কাজে কেউ যাইওনা।

বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel