হোমপেজ মানবতা ও ধর্ম রাসূল (সাঃ) শ্রমিকদের হাতে চুমু খেতেন।

রাসূল (সাঃ) শ্রমিকদের হাতে চুমু খেতেন।

রাসূল (সাঃ) শ্রমিকদের হাতে চুমু খেতেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাই‌হি ওয়া আলে‌হি ওয়া সাল্লাম অত্যন্ত বিনয়ের সা‌থে শ্রমিকের হাতে চুমু খেতেন। তাবুকের যুদ্ধ শেষে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাই‌হি ওয়া আলে‌হি ওয়া সাল্লাম যখন মদীনায় ফিরে আসেন তখন বিশিষ্ট সাহাবি হযরত সা’দ আনসারি তাঁকে অভ্যর্থনা জানান।

রাসূলুল্লাহ আনসারির সঙ্গে হাত মিলিয়ে তার হাতের তালুতে কঠোর পরিশ্রমের ফলে সৃষ্ট খসখসে দাগ অনুভব করেন। তিনি বুঝতে পারেন, অধিক পরিশ্রমের ফলে সা’দ আনসারির হাতের তালু ফেটে গি‌য়ে‌ছে। তিনি আনসারির হাতে চুমু খেয়ে বললেন, “এই হাতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” তি‌নি আরও ব‌লে‌ছেন, “শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক পরিশোধ করিও।”