হোমপেজ আত্ম সচেতনতা অধিক কথা বলার কুফল

অধিক কথা বলার কুফল

অধিক কথা বলার কুফল

(১) যাহারা অধিক কথা বলে, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক তাহারা পরনিন্দা–পরচর্চা বা গীবত করিয়া থাকে।

(২) মিথ্যা কথা বলে।

(৩) ওয়াদা ভঙ্গ করে, কারণ ওয়াদা দেওয়ার সময় চিন্তা – ভাবনা না করিয়াই ওয়াদা দেয়। পরে আর রক্ষা করিতে পারে না।

(৪) অতিরিক্ত কথা বলার কারণে আসল কথাকে অতিরঞ্জিত করে।

(৫) বেহুদা কথায় লিপ্ত থাকে।

(৬) হাস্য–কৌতুকে সময় কাটায়। ফলে যিনি অধিক কথা বলেন, তাহার দেল মারা যায়।

বাণীঃ হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (রহঃ)