হোমপেজ আত্ম সচেতনতা সংসার ছেড়ে ভবঘুরে হয়ে যাওয়াকে সন্ন্যাসী বলে না।

সংসার ছেড়ে ভবঘুরে হয়ে যাওয়াকে সন্ন্যাসী বলে না।

সংসার ছেড়ে ভবঘুরে হয়ে যাওয়াকে সন্ন্যাসী বলে না।

সংসার ছেড়ে ভবঘুরে হয়ে যাওয়াকে সন্ন্যাসী বলে না। পূর্ণ পরিবারে মধ্যে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। সন্ন্যাসী সে, যার ভিতরে সংসারের মোহ মায়া কাজ করে না। সে সংসারে থাকে ঠিকই কিন্তু সংসার তাকে গ্রাস করতে পারে না। আপনি যদি সংসার ছেড়ে যাওয়াকে সন্ন্যাসী ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। যার মধ্যে মোহ মায়া থাকবে সে পৃথিবীর যে প্রান্তেই যাক না কেনো তার মধ্যে সংসার বিরাজ করবেই। আর যে পর্যন্ত তার মধ্যে সংসার বিরাজ করবে সে পর্যন্ত সে পরিপূর্ণ সন্ন্যাসী হতে পারবে না।

তাই বনজঙ্গলে ঘুরে লাভ নেই নিজের ভীতরে ভ্রমন করুন। নিজের মোহ মায়া পরিত্যাগ করুন। নিজেকে শুন্য করুন নিজেকে মুক্ত করুন সংসার এবং জাগতিক মোহ মায়া থেকে। তাহলেই আপনি একজন প্রকৃত সন্ন্যাসী হয়ে উঠবেন।

আসলে সন্ন্যাসী বেস ধরা খুব সহজ কিন্তু প্রকৃত সন্ন্যাসী হওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তবে সেটা সহজ হতে পারে যদি আপনি আপনার চঞ্চল মনকে শান্ত করে সাধনায় নিমগ্ন হতে পারেন। আর মন শান্ত করা এর জন্য প্রয়োজন ধ্যান। তাই নিয়মিত ধ্যান করুন নিজের মনকে চঞ্চল থেকে শান্ত করুন।

— শেখ জাহিদ