মাজার জেয়ারতের দোয়া
শাহসূফী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব ফরমান,
প্রথমে অজু করিয়া পাক পবিত্র হইয়া মাজারের নিকটবর্তী হইয়া কবরবাসী বা বাসিনীর কদমের দিকে দাঁড়াইয়া তাহাকে ছালাম প্রেরণ করিবে।
বলিবে, “আসসালামু আলাইকা ইয়া আহলুল কুবুর” – অর্থাৎ ছালাম হউক তোমাদের প্রতি হে কবরবাসীগণ। অতঃপর অত্যন্ত আদবের সাথে ফাতেহা পাঠ করিবে।
ফাতেহা শরিফ নিম্নরূপঃ
১। প্রথমে পড়িবে, আউযুবিল্লাহ হিমি নাশ শাইতোয়ানির রাজিম; বিছমিল্লাহির রাহমানির রাহিম। অতঃপর সাতবার তওবা পড়িবে।
তওবার দোয়া- “আস্তাগফিরুল্লাহা রাব্বী মিন্ কুল্লে জাম্বেও ওয়া আতুবু ইলাইহে“।
২। তৎপর বিছমিল্লাহসহ তিন(৩) বার সূরা ফাতেহা (আলহামদু……) পড়িবে।
৩। তারপর বিছমিল্লাহসহ দশ (১০) বার সূরা এখ্লাস (কুলহু আল্লাহ……) পড়িবে ।
৪। অতঃপর এগার (১১) বার দরুদ শরীফ-পড়িবে।
দরুদ শরীফ- “আল্লাহুমা ছাল্লে আ`লা ছাইয়্যেদেনা মোহাম্মাদেও ওয়াছিলাতি ইলাইকা ওয়া আলিহী ওয়া ছাল্লেম।”
উক্ত রুপে ফাতেহা পড়িয়া বিশেষভাবে কবরবাসী বা বাসিনীর পুণ্যাত্নায় ছওয়াব বখশাইয়া দিবে।
সুত্র: বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ পরিচালনা পদ্ধতি।