ফানা ফির রাসূলের মাকাম।

ফানা ফির রাসূলের মাকাম।

ওলী-আল্লাহগণ তাওয়াজ্জুয়ে এত্তেহাদী দ্বারা কালব বা দেলকে ঘুরাইয়া রাসূলে করীম (সাঃ) এর পাক দেলের সহিত মুরীদের দেলের যোগ সূত্র স্থাপন করিয়া দেন, সেই যোগসূত্র বলে নবী করীম (সাঃ) এর হুজুরী হাসেল হয় এবং পীরে কামেলের যোগাযোগে নবী করীম (সাঃ) এর পাক দেলের সহিত মুরীদের দেল মিশিয়া যায় বা ফানা হয়।

এই মাকামকে ফানা-ফির-রাসূলের মাকাম বলা হয়। এই মাকাম যখন হাসিল হয়, তখন ছালেক(মুরিদ) রাসূলে করীম (সাঃ) এর পাক দেলের সহিত সম্পূর্ণ মিশিয়া যায় এবং তাঁহার পূর্ণ মহব্বতের অধিকারী হন।

পীরে কামেল মুরীদের কালব বা দেলকে তদীয় পাক তাওয়াজ্জুহ দ্বারা ঘুরাইয়া রাসূলে করীম (সাঃ) এর পাক দেলের সহিত যোগসূত্র স্থাপন করিয়া দিবার পর আসিবে বিশ্ব আত্মার সান্নিধ্য।

বিশ্ব আত্মার সান্নিধ্য মানে আল্লাহতায়ালার জাতপাকের সমুদ্রে নিমজ্জিত হওয়া। ইহা কঠিন রেয়াযতের মাধ্যমে আল্লাহতায়ালার রেজামন্দি হাসিলের ব্যাপার। কঠিন খেদমত ছাড়া এই দরজা কেহই লাভ করিতে পারে নাই, পারিবেও না।

তথ্যসূত্রঃ [শাহসূফী বিশ্বওলি ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের নসিহত-সকল খন্ড একত্রে, নসিহত নং ২৩, পৃষ্টা নং ২২৫-২২৬]

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel