মুর্শিদী গজল
গজল নং-১০
এলােরে এলাে, এলােরে দয়াল এলােরে
পাপী তাপী তরাইতে এই জামানায় এলাে।
অতি মানব হইয়ে মুর্শিদ রূপ ধরিয়া
আটরশিতে উদয় হইলােরে।
ঐ দেখিতে চমকার রূপে
বাহার সুলােলিত ভাষায় কথা বলেরে।
ঐ ভদ্র ব্যবহার দেয় হাসি মুখে
কথা কয় মুখের নুরের চমক মারেরে।
বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল