মুর্শিদী গজল
গজল নং-৯
“তুমি দয়াল মাঝিরে তুমি যেওনা ভুলিয়ারে মাঝি।
যেওনা ফেলিয়ারে, তুমি যে দয়াল
মাঝিরে পার করিতে আইছরে।
মাঝি পারের নৌকা নিয়া আমাকে যে মাঝি
তুমি নাওরে তুলিয়া।
ঐ পারের বেলা যাওরে যদি মাঝি আমাকে ভুলিয়া।
আমি মরে যাইব আমি জলেতে ডুবিয়ারে।
ঐ শামছু পাওরে যদি চরণ ধুলি,
পার হইবা তবে ভবনদী।
পারে যেতে না পারিলে জীবন বৃধা হবেরে। (২)”
বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল