রহমতের গজলঃ
নিশি ভোর হলো প্রায়ও ধররে রহমতের ডাক
ধর এসে রহমতেরী, লওহে এসে রহমতেরই
বারীবোরী শনের দান।
ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম,
ইয়া রাহমাতাল্লীল আলামিন।
গোনাহ্ খাতা মাফ করিয়া
মর নবীর হাদীস পড়,
মুর্শিদ যদি করে জান্নাত
থাকবেনা তোর এই দেহে পাপ।
ভয়ভীতি রবেনা মরার পর,
নবীর হাদীস পর।
ইয়া রাহমাতাল্লীল আলামিন।
ডাকো তারে চোঁখের পানি ফেলিয়া,
যাইবেন না রে দয়াল নবী ছাড়িয়া।
ইয়া রাহমাতাল্লীল আলামিন।
…
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল