প্রেমতত্ত্ব
গজল নং-৬: ওরে আমার দয়াল দরদী আজ কেন তাের চোখেতে পানি।
“ওরে আমার দয়াল দরদী
আজ কেন তাের চোখেতে পানি
তুমি আজ কওনা কথা দেওনা দেখা
দয়াল তােমায় হইল কি?
দেখতে তােমায় দেখার দুখী
তােমার মুখে নাইকো হাসি।”
বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল