৩নং গজল : বিনয় করি খাজা তােমারে

প্রেমতত্ত্ব

গজল নং-৩: বিনয় করি খাজা তােমারে

“বিনয় করি খাজা তােমারে।
আমারেনি করবা দয়া ঐ না কঠিন হাশরে।
কঠিন ও হায়শরের দিনে ৭২ কাতার হইবেরে।
কড়ায় কড়ায় হিসেব নিয়ে জিজ্ঞাসিবে কে কারে।
বিনয় করি খাজা তােমারে।
নেকি বদি ওজন হবে জিজ্ঞাসিবে কে কারে।
আরশেরই পায়া ধরে কাদবেন নবী জারে জারেরে।
আমারই উম্মতের গােনা মাফ করে দাও আমায়
বিনয় করি খাজা তােমারে।
অধম কাঙ্গাল কেন্দে বলে রাইখ বাবা চরণ তলে।
হায়শরে মিজানের দিনে পাই যেন আমি তােমারে।
বিনয় করি খাজা তােমারে।”

সূত্র:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel