প্রেমতত্ত্ব
গজল নং-২: দেখবি মাশুক রব্বানা, চিনবি মাশুক রব্বানা
“দেখবি মাশুক রব্বানা,
চিনবি মাশুক রব্বানা
ঐ মাওলার নাম সদয় কর জপনা
আল্লাহ কয় আছি মানুষে
মিথ্যা বলে জানলা কিসে,
কামেল পীরের দেলে মিশে
খােজ কর তার ঠিকানা
মক্কাতে মসজিদে নাই
আমার বাবার দেলে আছে
সাই রশিদ কয় পিপাশা হলে
আটরশিতে যাওনা চলে।
দেলের ময়লা যাবে কেটে
পাবি মওলার ঠিকানা।”
বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল