১নং গজল : যে শুনে বাবার মধুর বাণী

প্রেমতত্ত্ব 

গজল নং-১: যে শুনে বাবার মধুর বাণী

“যে শুনে বাবার মধুর বাণী সেকি ঘরে রয়রে
যে শুনে বাবার মুখে বাণী।
সে কি ঘরে রয়রে।
সদয় তার মন বাগানে প্রেমের হাওয়া বয়রে
আগুন হয় তার গলার মালা।
মাছের পেটে রয় নিরালা।
মুক্তা থাকে সাগর তলে,
যাইতে কি তার ভয়রে।
এশকের আগুন জল্পে পরে,
সে কি ঘরে রইতে পারে,
তাইতাে মজনু লাইলীর তরে
ফিরে জগত ময়রে ঐ।”

সূত্র:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel