বাতেনী আনুগত্য ব্যতীত রাসূল (সাঃ) এর মহব্বত দেলে পয়দা হয় না।

সমাজ, দেশ, রাষ্ট বা পৃথিবীর এহেন করুণ দশা কেন? কেন পাপ ও অন্যায়ের রাজত্ব সর্বত্র? কারণ প্রিয়নবী (সাঃ) এর আনুগত্যের অভাব। জাহেরী আনুগত্য থাকিলেও বাতেনী আনুগত্য নাই বলিলেই চলে। কিন্তু বাতেনী আনুগত্য ব্যতীত প্রিয়নবী (সাঃ) এর মহব্বত দেলে পয়দা হয় না। আর প্রিয়নবী (সঃ)-এর মহব্বত ব্যতীত দেল থেকে পাপ ও অন্যায়ের মোহ দূর হয় না। দেল পরিষ্কার হয় না।

কিন্তু বাতেনী আনুগত্যের জন্য প্রয়োজন আধ্যাত্মিক অনুশীলন। আজ মানুষ কেবলমাত্র বস্তুজ্ঞান চর্চার দিকে ধাবিত হইতেছে, সেই তুলনায় আধ্যাত্মিকতার চর্চা নাই। বস্তুজ্ঞান চর্চার সাথে সাথে যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আধ্যাত্মিক চর্চার দিকে মনোনিবেশ করে তবে সুন্দর ও কল্যাণ রাষ্ট্র সহজেই তৈরী হইতে পারে। কারণ, আধ্যাত্মিক চর্চার মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ হয়, মানুষের সুকুমার বৃত্তি বিকশিত হয়।

-বিশ্বওলি শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (রহঃ)।

তথ্যসূত্রঃ নসিহত-সকল খন্ড একত্রে, নসিহত নং-৯৩।