খাজা শব্দের অর্থ এবং মর্যাদা।
খাজা ফারসী শব্দ। খাজা অর্থ মালিক, মহাত্মা-অন্তর জগতের চালক বা শাসন কর্তা বিশিষ্ট ব্যক্তি। খাজা ইলমে লাদুন্নী-অদৃশ্য জগত হতে খবর পেয়ে মখলুকাতকে হেদায়ত করেন। আল্লাহ রাসূল হতে জুদা নহেন। খাজার স্তর অনেক উর্ধে, সরাসরি হকতায়ালা হতে রহমত পেয়ে মাখলুকাতের আবেদন পুরণ করেন।হকতায়ালার মধ্যে এমনভাবে ডুবে থাকেন-সত্ত্বার সাগরে দুইয়ের কোন নাম নিশানা থাকে না।
আল্লাহ তায়ালার খোদায়ী-পূর্ণ শক্তি খাজার মাধ্যমে প্রকাশ করেন। এই জন্য আজমীর ও বিহার শরীফে মানুষ আল্লাহ রাসুলকে স্মরণ করে বটে, সেখানে সরাসরি বলে একটাই গুলি-“দে খাজা”। অর্থাৎ গরীবের তত্ত্বাবধনকারী আল্লাহ তায়ালার খোদায়ী-পূর্ণ শক্তি নিয়ে দয়ালু খাজা মঈন উদ্দীন দুনিয়াতে এসেছেন।
কাজেই এখানে শিরিকের নমুনা নেই।
ফলতঃ সকল পীরের পূর্বে খাজা লকব বসে না। কেননা তিনি নিজের হাস্তির অহং আমিত্বের-নাম নিশানীর ১৬ আনা মিটাতে সক্ষম হয়েছেন, বাকী শুধু হক তাতায়ালাই আছেন। সুধী সমাজের কাছে বিচার্য্য কী করে আমরা এই খাজার মাহত্ম না বুঝে নামের সামনে বা পিছনে এই খাজা লকব-উপাধী সেট করি।
তথ্যসুত্রঃ ইলমে মারিফত