হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর সিয়াম শব্দের অর্থ

সিয়াম শব্দের অর্থ

সিয়াম শব্দের অর্থ

সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো- বিরত থাকা, বর্জন করা, আত্মসংবরণ করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায় নিয়তসহ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং যাবতীয় নিষিদ্ধ অন্যায় কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলে। কোথাও কোথাও ‘সউম’ শব্দটিকে কথা না বলে থাকাও নির্দেশ করে। আবার ফার্সি শব্দ অনুসারে সিয়ামকে রোজা, রমজান বলা হয়ে থাকে যা বাংলাদেশ, পাকিস্তান, ভারতে রোজা রমজান শব্দ অধিক প্রচলিত।

– সাদিকুল ইসলাম।