হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর আল্লাহর কি নফস আছে?

আল্লাহর কি নফস আছে?

507

আল্লাহর কি নফস আছে?

تَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِیۡ وَ لَاۤ اَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِکَ-

হে আল্লাহ! আমার নফসে কি আছে, তা আপনি জানেন। কিন্তু আপনার নফসে কি আছে, তা আমি জানি না। [সূরা মায়েদা- আয়াত ১১৬]

এই আয়াত থেকে স্পষ্ট যে, আল্লাহ তা’য়ালার নফস আছে। কুরআন মতে- প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আল্লাহ তো চিরঞ্জীব। তথাকথিত ধর্মজ্ঞানীরা কি এই নিগূঢ় রহস্য সম্পর্কে কখনো চিন্তা করেছে?

নফস থাকলেও অমর হওয়া যায়। যে নফস অমর বা অক্ষয়, সেই নফস আল্লাহর নফস। আল্লাহর নফস চিরঞ্জীব এবং পবিত্র। আউলিয়াগণের নফস আল্লাহর নফসের সাথে মিলে একাকার হয়ে যায়। যাকে বলা হয় ‘বাকা বিল্লাহ’। তখন যে নফস ফানা বা মৃত্য বরণ করার কথা, সেই নফসই বাকা বা অমর হয়ে যায়। আল্লাহতে মিশে যায়। এজন্যেই আল্লাহ বলেছেন- তোমরা আল্লাহর রঙে রঙীণ হও।

নফস সম্পর্কে একজন আত্মজ্ঞানীর থেকে জ্ঞান অর্জন করলে কুরআনের এই রহস্যময় আয়াতগুলো নিয়ে আর ঘটকা থাকে না। অন্যথায় এসব আয়াতের রহস্য না বুঝে তথাকথিত তাফসীরকারকগণ নিজেদের ইচ্ছা মত ভুল-ভাল অনুবাদ ও ব্যাখ্যা করে আজীবনই গুঁজামিল দিয়ে যাবে আর একদল তা মেনেও নিবে।

সোর্স: -ইলমে মারেফত

[বি:দ্র: মোবাইল এপ্সের অনুবাদকগণ দয়া করে আরবীতে আয়াতে থাকা ‘নফস’ শব্দটি দেখে, তারপর অনুবাদ নিয়ে প্রশ্ন তুলবেন। কোরআনের মনগড়া তাফসীর দাঁড় করাতে আগেই মনগড়া অনুবাদ বাজারে ছাড়া হয়েছে]