সুফিদর্শনে রোজা

সুফিদর্শনে রোজা

সুফিদর্শনে রোজা (আধ্যাত্মিক কালাম)

ঈমান রে তোর কররে খাঁটি,
চল হয়ে তুই সোজা।
না খাইয়া লোক দেখাইয়া
বাড়াইস না আর পাপের বোঝা।

তোর হাতে বদকাজ করিস না
তোর মনে তুই পাপ ভাবিস না,
তোর মুখে তুই ঝুট বলিস না
তবেই হবে রোজা।

রোজা রেখে কর অনুভব
ক্ষুধার কেমন তাপ,
দেহমনের সেই সাধনায়
পুড়িয়ে নে তোর পাপ।

আনরে ঈমান রাহে খোদার
তালিম নে প্রেম-ভালবাসার,
নইলে হবে মিথ্যা অসার
বৃথাই সাজাগোজা।

-সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতী সাহেব।