হোমপেজ আমল ও ওজিফা চিশতী শব্দের অর্থ এবং মর্যাদা।

চিশতী শব্দের অর্থ এবং মর্যাদা।

3000
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

চিশতী শব্দের অর্থ এবং মর্যাদা।

চিশস্তী ফারসী শব্দ। চিশতীর মানে বুঝার জন্য আমি আমার দাদা পীরের একটা ঘটনা বর্ণনা করতেছি। গাইবান্ধা জেলা শহর থেকে ১৭ কিমি পূর্ব উত্তর কোণে কামারজানী নামে একটি ব্রহ্মপুত্র নদের উপর হাট আছে। ঐ হাটের পাশের গ্রামের কিছু অল্প সংখ্যক লোক বায়াত গ্রহন করেছিল। তারা নদী এলাকার, তৎকালীন সময়ে তেমন শিক্ষিত লোক ছিল না।

হঠাৎ মুরীদান বিনয়ের সাথে জিজ্ঞাস করলেন, চিশতীর মানে কী হুজুর?

উওরে হুজুর বললেন- “চিশতীকা হাকিকত মানি কাস্তিকা হায়-আউর মানিভি হছেকতা হায়-মগর হাকিকত মানি এহি হায়।”তিনি মুরীদানের মনের খবর বুঝতে পারলেন, তারা বুঝতে পারেনি। উলুহিয়ত জাত হতে মুশাহেদায় খবর হল যা-তিনি মুরীদানকে বললেন, আমি আগামী কাল ব্রহ্মপুত্র নদে গোসল করব। মুরীদান ১০/১২জন হবে-তারা একটা হুজুরের গোসল করার জন্য একটি ছোট চৌকি, বালতি ও বদনা নিলেন।

নদীতে পৌঁছে চৌকিটা খুব স্রোতের মধ্যে রাখতে বললেন,আমার দাদা পীর সৈয়দ খাজা আব্দুল অহীদ বা-শরা রঃ চৌকির উপর বসলেন এবং চৌকিসহ ব্রহ্মপুত্র নদে ডুবে গেলেন। যখন ৬/৭ মিনিট পার হতে লাগল, মুরীদান রুনাজারী-কান্নাকাটি করতে লাগল এবং বলতে লাগল হিন্দুস্তানী-ভারতের হুজুর সাতার জানে না, এতক্ষণে তাঁর কী যে অবস্থা হল।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

ঠিক কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের জলে ছোট ছোট সবুজ ডিঙি-নৌকা শত শত ভাসতেছে, আরও লোকজন উহা মালুম করতে লাগল। তখন মুরীদান শান্ত হলেন, নিশ্চয় কোন কেরামত আল্লাহ জাহির করতেছেন। এই ভাবে ঘন্টাকাল থাকার পর পুনরায় স্রোতের ঐ স্থানে ভেসে উঠলেন। মুরীদান বললেন হুজুর আমরা এমন আলামত -ছোট ছোট শতাধিক সবুজ নৌকা দেখলাম। আপনি ভেসে উঠার সাথে সাথে নৌকা গুলো অদৃশ্য হয়ে গেল। হুজুর বললেন, চিশতীর অর্থ কিস্তি-তরী বা নৌকা। এমন এক তরী যা একটা ডুবতে ধরলে শত শত নৌকা এসে সাহায্য করে।

হাকীকতে হকতায়ালা হতে যা নির্দেশ হয়েছে, আপনাদেরকে বুঝার জন্য তাই করলাম। এই চিশতী কখন ডুবেনা, খাস নবুয়্যতের দ্বার হতে চিশতী তরীকায় ফায়েজ বর্গী তাজাল্লী হয়ে থাকে। রাসুল সাঃ থেকে হযরত আলী রাঃ মাধ্যমে চিশতীয়া তরীকার সিলসিলা নেমে আসে। আলী রাঃ কে রাসুল সাঃ ইলমে জাহির ও বাতিন উভয় ইলমে পরিপূর্ণ করেন।

ফলতঃ আজও এই চিশতীয়া তরীকার কার্য ধারা চলিয়া আসতেছে এবং আসতেই থাকবে। তাহলে চিন্তা করার বিষয়, আল্লাহ তায়ালার গুন সিফাত বিশিষ্ট কেমন ব্যক্তি চিশতীর দ্বরে হয়ে থাকেন।

অতীব দুঃখের বিষয়, আমরা মর্তবা অর্জন না করতে পেরেই চিশতী নামের সাথে সেট করি। আপনারা আমার কথায় রাগ করবেন না, এই অধম, গুনাগার বান্দাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্যসুত্রঃ ইলমে মারিফত