হযরত আলীর অনুসারীগণ যে কারনে আল্লাহর নিকট পছন্দনীয়।

হযরত আলীর অনুসারীগণ যে কারনে আল্লাহর নিকট পছন্দনীয়।

রাসুলে খোদা (সা:) আমাকে (আলীকে) বলেছেন, যে আমি ও আমার অনুসারীগণ এমন অবস্থায় কিয়ামতের দিন উপস্থিত হব, যে আমরা আল্লাহর উপর সন্তষ্ট থাকবো এবং আল্লাহও আমাদের উপর সন্তষ্ট থাকবেন। (কানযুল উম্মাল, ১৩ তম খন্ড,পৃ:১৫৬, হাদিস নং ৩৬৪৮৩)

অনুরুপ তুলনা কোরআনূল কারীমেও এসেছে, সুরা বাইয়্যানাতে বলা হয়েছে, “রাদিইয়্যাল্লাহু আনহুম ওয়া রাদু আনহু“- (সুরা বাইয়্যানাত আয়াত ৮)। অর্থাৎ আল্লাহ তাদের উপর সন্তষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তষ্ট।

উক্ত আয়াতের পরে রাসুল (সা:) এর হাদিসে বর্ণিত হয়েছে, যে উক্ত আয়াতের উদ্দেশ্যে হচ্ছে, যে আলী এবং তার অনুসারীগণ। এই মর্যাদাটি অর্থাৎ মানুষ আল্লাহর উপর সন্তষ্ট আর আল্লাহও তার উপর সন্তষ্ট হবে এটা মানুষের পূর্ণতার উচ্চতর পর্যায়। কারণ কোরআনূল কারীমে এরুপ মানুষের সত্তাকে নফসে মোৎমাইন্না অর্থাৎ পরিতৃপ্ত আত্মা বলে অভিহিত করেছে। অর্থাৎ যে আত্মা সর্বদা আল্লাহর স্মরণে মশগুল এবং তার স্মরণে এমণ প্রশান্তি লাভ করেছে, যে বস্তু জগতের কোন শংকা,অস্থিরতা ও উদ্বিগ্নতা তাকে বিচলিত করে না।

তাই কোরআনূল কারীমে সুরা ফাজরে বলা হয়েছে:- “ইয়্যাআয়্যাতুহান নাফসুল মুৎমাইন্নাতু’“ – (সুরা ফাজর আয়াত ২৭)। “ইরযিয়ি ইলা রব্বিকি রাদিইয়্যাতাম-মারদিয়্যা“ – (সুরা ফাজর আয়াত ২৮)। অর্থাৎ হে পরিতৃপ্ত আত্মা! আল্লাহর দিকে এসো, তুমি আল্লাহর প্রতি সন্তষ্ট এবং আল্লাহও তোমার প্রতি সন্তষ্ট।

সংগ্রহ গ্রন্থ সুত্র: আহলে সুন্নাতের দৃষ্টিতে ”গাদীর” পৃ:৮৭।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel