হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) পাক পাঞ্জাতনের শ্রেষ্ঠত্ব

পাক পাঞ্জাতনের শ্রেষ্ঠত্ব

570
পাক পাঞ্জাতনের শ্রেষ্ঠত্ব

পাক পাঞ্জাতনের শ্রেষ্ঠত্ব

মহানবী (দ:) বলেছেন “আমি হুসাইন হতে হুসাইন আমা হতে” [সুনানে ইবনে মাজা, ১ম খণ্ড, হাদিস নং-১৪৪, পৃ:৯২ ( ইসঃ ফাঃ)] এখন যদি কেউ প্রশ্ন করে যে মহানবী হতে হুসাইন এটা বুঝা সহজ, কিন্তু হুসাইন হতে মহানবী এটা বুঝা বেজায় কঠিন। হ্যাঁ কঠিনই বটে। এরকম অনেক কঠিন কথাই বলেছেন মহানবী।

ইমাম হুসাইন সম্পর্কে এই একটি হাদিসই যথেষ্ট সর্ব শ্রেষ্ঠত্বের প্রমাণ বহণ করে যদি ও আর অনেক মর্যাদার হাদিস ইমাম হুসাইনের উপর রয়েছে।আমা হতে হুসাইন এটা সহজেই বুঝা যায় কিন্তু হুসাইন হতে আমি এটা খুবই সাঙ্ঘাতিক কথা,চিন্তা করলে কোন কূল কিনারা পাওয়া যায় না,এবং খুবই অস্বাভাবিক বলে মনে হয়।

হযরত মোহাম্মদ (দ:) কেমন করে ইমাম হুসাইন হতে কেমন যেন গুপ্ত রহস্যের ধুম্রজাল ছেয়ে আছে। মহানবীর (দ:) মর্যাদার হাদিসগুলো পড়লে এবং নিরেপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যায় যে, ইমাম হুসাইনকেই শ্রেষ্ঠত্বের তাজ পড়িয়ে দিয়েছেন,তারপর মওলা আলী, তারপর মা ফাতেমা এবং তারপর ইমাম হাসানকে। যদিও এগুলো আমাদের নিজেস্ব মত, তবুও কে বড় কে ছোট, এ পার্থক্য নিরুপন করার উক্তির অধিকার আমাদের নেই, কারণ এটা বেয়াদবী।

উনারা একই নূরী সাগড়ের নূরী দেহ। এদের মর্যাদার আসনে, আবু বক্কর সিদ্দীক, ওমর ফারুক, হযরত ওসমান তার কাছেও ভিড়তে পারবে না। কারণ তারা পাক পাঞ্জাতন, কাউসার দাতা আর তারা হলেন গ্রহীতা। বিজ্ঞজনের জন্য এই একটি বাক্যই যথেষ্ট। এটা অপ্রিয় হলেও সরকারে দো আলমের কথা।

সুত্র: শানে পাক পাঞ্জাতন: রেজা মাহবুব চিশতী। (পৃ:৯৮)