মর্সিয়া (ইসলামিক কবিতা)

মর্সিয়া (ইসলামিক কবিতা)

মর্সিয়া
_অয়ন সাঈদ

বুকের ভিতর জ্বলছে আগুন
ফিনকি দিয়ে উঠছে কেঁদে

কল্বে বিরাজ শাহে নাজাফ মাতম ওঠে শাহাদাতে
সির লতিফায় জ্বলছে আগুন-
নববীর পাশেই যেমন পুড়েছে ঘর মা ফাতেমার
খফি জুরে বিষ ছড়ালো শহীদ হাসান হায় হাসান
রূহে কুরসীতে আসীন সাইয়্যেদুশ শুহাদা হুসাইন
হায় হুসাইন হায় হুসাইন! কারবালা! কারবালা!
আখফায় আমার মুহাম্মদ নূর জ্বলছে ভীষণ ইশকানল!

রহমত বারি ছড়াতেছে অপার রহমাতাল্লিল আলামিন পুরণূর
কুল কায়েনাত বিশ্বের চেয়ে আমাদের আরাধ্য
পাক নালাইন আপনার

হৃদয়ের দু’চোখ ভরে দেখেছি অদৃশ্য আভাস করোজ্জ্বল
ফিনকি দিয়ে উঠছে মাতম পাঞ্জাতন! পাঞ্জাতন!

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel