মাওলার অভিষেক: অয়ন সাঈদ।
মাওলার অভিষেক
_অয়ন সাঈদ
“মান কুনতু মাওলা ফা হাযা আলীয়্যুন মাওলা”
১৮ই জ্বিলহজ্জের সূর্য ঘরে ঘরে চমকায়
আমাদের দরজাগুলো আলোর কপাট খুলে
শেরে খোদার হাতে হাত রেখে বাইয়াতের ঘ্রাণ আচ্ছন্ন করুক
দিকে দিকে তাঁর কদমের নূর স্পর্শে
বলতো হে সূর্য তুমি কার ইশারার গোলাম?
আমাকে বলো চাঁদ তুমি কার কদমের ধ্যান করো?
আমাকে বলে হে বাতাস
রাসূলুল্লাহর রাজত্বের সমীরণ- মাওলা আলীর জুলফিকার;
মহাবিস্ময়ের প্রকাশস্থল
আশ্চর্য রকম বিপদে আপনি সাহায্যকারী
আল্লাহর মহান কুদরতের উছিলায়
রাসূলুল্লাহর পবিত্র নবুয়তের উছিলায়
আপনার বেলায়েত থেকে
মাদাদকুন ইয়া মাওলা- ইয়া আলী, ইয়া আলী;
আজকে খুশির দিন
খুমের জলাশয় অঞ্চলে মাওলার অভিষেক।