দিওয়ান-ই জুলফিকার (ইসলামিক কবিতা)

দিওয়ান-ই জুলফিকার (ইসলামিক কবিতা)

দিওয়ান-ই জুলফিকার
_অয়ন সাঈদ

কী শোভা সুন্দর হাতে মাওলার
জুলফিকার জ্বলছি শিখার মতো

বাজুয়ে হায়দার করেছে হুকুম
সিফফিন, জঙ্গে জামালে মুমিনের কুওয়াত
আলী হায়দার শেরে খোদার চলেছে হুকুমাত

উহুদের ময়দানে করেছে হেফাজত রাসূলে খোদার
হয়েছে নাজিল পাক কালাম মোবারক
লা ফাতাহ ইল্লা আলী, লা সেফ্ ইল্লা জুলফিকার।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel