আহলে বায়েত সম্পর্কে কোরানের আয়াত ও তাফসির।

আহলে বায়েত সম্পর্কে কোরানের আয়াত ও তাফসির।

قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَٰ

অর্থঃ বলুন (হে নবী), আমি তোমাদের থেকে এর (রিসালাত) বিনিময়ে কোনও প্রতিদান চাই না, শুধু আমার নিকটতম স্বজনের প্রতি ভালোবাসা ছাড়া (সূরা-শুরা, আয়াত-২৩)

তাফসিরে এসেছে- এই আয়াতে কুরবা বা নিকটতম স্বজন সম্পর্কে হযরত ইবনে আব্বাস (রা.) বলেনঃ-

“আমি রাসূল (দঃ) জিজ্ঞাসা করলাম যে, আপনার যেসব আত্মীয়কে ভালবাসা আমাদের জন্যে ওয়াজিব, তাঁরা কারা? দয়াল নবিজি (দ.) বললেনঃ “তাঁরা হলেন আলী, ফাতিমা, হাসান ও হুসাইন।”

দলীলঃ ইয়ানাবী-উল-মুয়াদ্দাহ্‌, পৃষ্ঠাঃ ৩১১। তাফসীরে ইবনে আরাবী, পৃষ্ঠাঃ২১২

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel