হোমপেজ মাওলা আলী (আঃ) প্রসঙ্গ রাসূল (সাঃ) যাদেরকে একমাত্র নাজাত প্রাপ্ত দল বলেছেন।

রাসূল (সাঃ) যাদেরকে একমাত্র নাজাত প্রাপ্ত দল বলেছেন।

রাসূল (সাঃ) যাদেরকে একমাত্র নাজাত প্রাপ্ত দল বলেছেন।

কারা একমাত্র নাজাত প্রাপ্ত দল। যাদের কথা দয়াল রাসূল পাক (সাঃ) বলে গেছেন।

দয়াল রাসূল পাক (সাঃ) একদিন সাহাবীদের সামনে বললেন, হে সাহাবীরা! আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, তারমধ্যে একটি দল জান্নাতী এবং অপর ৭২টি দল হবে জাহান্নামী। তখন উক্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবীব আল্লাহ সেই দল কোনটি। তখন দয়াল রাসূল পাক (সাঃ) উক্ত হাদিসটি বললেন-

দয়াল রাসূল পাক (সঃ) বলেন:
عَلِيٌّ وَ شِيعَتُهُ هُمُ الْفَائِزُونَ يَوْمَ الْقِيَامَةِ.

“আলী এবং তাঁর অনুসারীরা নিঃসন্দেহে কেয়ামতের দিন বিজয়ী।”

(আল ফেরদৌস ৩:৬১/৪১৭২,ওয়াসীলাতুল মুতাআব্বেদীন খ:৫,আল কিসম ২:১৭০)

এই হাদিসটি বিভিন্ন তাফসীরকারক বর্ণনা করেছেন এবং বিভিন্ন হাদিসগ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। উক্ত হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় একমাত্র মাওলা আলীর দল নাজাত প্রাপ্ত। আর বাকী সব ৭২ দল হবে পথভ্রষ্ট ও বিপদগামী। মাওলা আলীকে ভালোবাসার নামই ঈমান এবং ধর্ম। যারা নিজের জীবনের চেয়েও পাক পাঞ্জাতনকে বেশি ভালোবাসবে, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। এঁদেরকেই আশেকে রাসুল বলা হয়। এরা মোহাম্মদী ইসলামের অনুসারী এবং এজিদি ইসলাম বয়কটকারী। আহলে বায়াত গোলামদের ভয় নেই ইহকাল এবং পরকালে। নিঃসন্দেহে মাওলা আলীর গোলামরা বিজয়ী। এরাই আল্লাহর দলের সৈনিক। যাদের কথা আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলছেন, নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী। আর এই দলটিই হলো যারা মাওলা আলীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে তারা। আর কতকাল এদিক সেদিক বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে থাকবেন। আসুন সবাই মিলে পাক পাঞ্জাতনের নৌকায় অবতরণ করি। এটাই মুক্তির একমাত্র বিধান এবং পথ। এছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

তথ্যসূত্র : সূফী সম্রাট শাহ দেওয়ানবাগীর যুগান্তকারী ধর্মীয় সংস্কার।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।