আদম (আ:) থেকে- রাসূল (সা:) পর্যন্ত বংশীয় শাজরা পাক।

আদম (আ:) থেকে- রাসূল (সা:) পর্যন্ত বংশীয় শাজরা পাক।

সূরা ইব্রাহীম, : ২৪নং আয়াতে আল্লাহ বলেন-

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ

অর্থঃ “আপনি কি লক্ষ্য করেছেন, মহান আল্লাহ তা’আলা কেমন উপমা বর্ণনা করেছেনঃ পবিত্র বাক্য হলো পবিত্র শাজারা পাক বৃক্ষের মত। তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত।”

হযরত আদম (আ:) থেকে হুজুর রাসূলুল্লাহ (সা:) পর্যন্ত বংশীয় শাজার পাক।

  1. সরওয়ারে কায়েনাত হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ),
  2. তাঁহার পিতা আব্দুল্লাহ (আঃ),
  3. তাঁহার পিতা আব্দুল মোত্তালিব (আঃ),
  4. তাঁহার পিতা হাশিম (আঃ),
  5. তাঁহার পিতা আব্দ মানাফ,
  6. তাঁহার পিতা কুশাই,
  7. তাঁহার পিতা কিলাব,
  8. তাঁহার পিতা মুরাহ,
  9. তাঁহার পিতা কা’ব
  10. তাঁহার পিতা লুই,
  11. তাঁহার পিতা গালিব,
  12. তাঁহার পিতা ফিহির,
  13. তাঁহার পিতা মালিক,
  14. তাঁহার পিতা আননাদর,
  15. তাঁহার পিতা কিনান,
  16. তাঁহার পিতা খুজাইমা,
  17. তাঁহার পিতা মুদরাইকা,
  18. তাঁহার পিতা ইলাস,
  19. তাঁহার পিতা মুদার,
  20. তাঁহার পিতা নিজার,
  21. তাঁহার পিতা মা’দ,
  22. তাঁহার পিতা আদনান,
  23. তাঁহার পিতা আওয়াদ,
  24. তাঁহার পিতা হুমাইসা,
  25. তাঁহার পিতা সালামান,
  26. তাঁহার পিতা আওয,
  27. তাঁহার পিতা বুয,
  28. তাঁহার পিতা কামওয়াল,
  29. তাঁহার পিতা ওবাই,
  30. তাঁহার পিতা আওয়ান,
  31. তাঁহার পিতা নাসিদ,
  32. তাঁহার পিতা হিযা,
  33. তাঁহার পিতা বালদাস,
  34. তাঁহার পিতা ইয়াদলাফ,
  35. তাঁহার পিতা তাবিখ,
  36. তাঁহার পিতা জাহিম,
  37. তাঁহার পিতা নাহিস,
  38. তাঁহার পিতা মাখি,
  39. তাঁহার পিতা আ’য়েফ
  40. তাঁহার পিতা আবকার,
  41. তাঁহার পিতা উবাইদ,
  42. তাঁহার পিতা আদ দাহা,
  43. তাঁহার পিতা হামদান,
  44. তাঁহার পিতা সানবার,
  45. তাঁহার পিতা ইয়াসরিবি,
  46. তাঁহার পিতা ইয়াহজিন,
  47. তাঁহার পিতা ইয়ালহান,
  48. তাঁহার পিতা ইরাওয়া,
  49. তাঁহার পিতা আইযি,
  50. তাঁহার পিতা যিশান,
  51. তাঁহার পিতা আইছার,
  52. তাঁহার পিতা আফনাদ,
  53. তাঁহার পিতা আইহাম,
  54. তাঁহার পিতা মুকাসির,
  55. তাঁহার পিতা নাহিস,
  56. তাঁহার পিতা যারিহ,
  57. তাঁহার পিতা সামি,
  58. তাঁহার পিতা মায্যি,
  59. তাঁহার পিতা ইওয়াদ,
  60. তাঁহার পিতা ইরাম,
  61. তাঁহার পিতা হিদার,
  62. তাঁহার পিতা হযরত যিবহে আজিম ইসমাইল (আঃ),
  63. তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),
  64. তাঁহার পিতা হযরত তারিক (আঃ),
  65. তাঁহার পিতা নাহুর,
  66. তাঁহার পিতা সারুয,
  67. তাঁহার পিতা রা’উ,
  68. তাঁহার পিতা ফাহিয,
  69. তাঁহার পিতা আবীর,
  70. তাঁহার পিতা আফরাহশাদ,
  71. তাঁহার পিতা সা’ম,
  72. তাঁহার পিতা হযরত নূহ (আঃ),
  73. তাঁহার পিতা লামিক,
  74. তাঁহার পিতা মাতু সালিখ,
  75. তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),
  76. তাঁহার পিতা ইয়ারিদ,
  77. তাঁহার পিতা মালহালিল,
  78. তাঁহার পিতা কিনান,
  79. তাঁহার পিতা আনস,
  80. তাঁহার পিতা হযরত শীস (আঃ),
  81. তাঁহার পিতা হযরত আদম (আঃ)।
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel