মেরাজ তত্ত্ব (পর্ব-০৩)
বোরাক কি?
বোরাক হল একটি পশু। যার আকৃতি সম্পর্কে পূর্বে বলা হয়েছে। যেহেতু মিরাজ আপন দেহের মাঝেই অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু বোরাক আপন দেহেই রয়েছে। আপনার দেহে একটা পশু আছে, সেই পশুই হলো বোরাক। আর সেই পশু আর কেউ নয়, সেই পশু হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারাকেই নিজের বশে এনে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে হয়। যখন এই নফস আম্মারা আপনার বশে চলে আসবে, তখন আপনি এই পশুর মাধ্যমেই চৌঠা আসমানে পৌঁছাতে পারবেন। অর্থাৎ তখন আপনার আত্মিক উন্নতির ধাম বেড়ে যাবে এবং আপনি নফসে মুৎমাইন্নার অধীনে কাজ করবেন।
আর নফসে মুৎমাইন্না সর্বাদা আপনাকে সৎ কাজের প্রতি নির্দেশ প্রবান করবে। চৌঠা আসমান বলতে মূলত বুঝায় কাম ভাব। যখন কামভাবের উদয় হয় তখন মানুষ চৌঠা আসমানে অবস্থান করে। আর এই কামুকতা তাদেরই থাকে, যারা নফসে আম্মারার অধিনে কাজ করে। সাধুদের মাঝে কামুকতা থাকে না। তারা ইহা থেকে মুক্তি লাভ করে, তারা সর্বদা প্রেমানন্দে ব্যকুল থাকে। আর তাই বোরাক ৪র্থ আসমানের উপর যেতে পারে না। প্রয়োজন হয় রফরফের।
রফরফ কি?
রফরফ হলো এমন একটি বস্তু, যা কি না মূহূর্তের মধ্যে সপ্ততালা আসমান জমিন ভেদ করতে পারে। সুতরাং আপনি একটু চিন্তা করলেই রফরফ খুঁজে পাবেন। কারন আপনার দেহে এমন বস্তু একটাই আছে, যা কি না মূহূর্তের মধ্যে আসমানে চলে যেতে পারে আবার পাতালে ঢুকে যেতে পারে।
মিরাজ মূলত জানার বিষয় না, বরং দেখা ও উপলব্ধির বিষয়। গুরুর বাস্তবিক ভাবেই এটাটা আপনাদের দর্শন বা উপলব্ধি করাবেন।
গতপর্বের লিংকঃ মেরাজ তত্ত্ব (পর্ব-০২)
লেখাঃ DM Rahat
আরো পর্ব