হোমপেজ মাওলা আলী (আঃ) প্রসঙ্গ মাওলা আলীর শান-মান: পর্ব-৫

মাওলা আলীর শান-মান: পর্ব-৫

Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

মাওলা আলীর শান-মান: পর্ব-৫

মাওলা আলীর অসাধারণ শান-মান (ধারাবাহিক পর্ব নং-৫।

দয়াল রাসূল পাক (সাঃ) বলেনঃ أَمَّا أَنْتَ يَا عَلِيّ، أَنْتَ صَفِيِّي وَ أمِينِي.

“আর তুমি হে আলী! তুমি আমার মনোনীত এবং আমার আমানতদার।”

(খাসায়েসে নাসায়ী : ১৯, মাজমাউয যাওয়ায়েদ ৯:১৫৬)

আহ কি চমৎকার এবং মধুর কথা। ভাবতে গেলেই গা শিহরিত হয়ে ওঠে। মহান আল্লাহ তায়ালা দয়াল রাসূল (সাঃ) কে যে রেসালাতের আমানত দিয়েছেন, সেই সম্পূর্ণ আমানতই দয়াল রাসূল ওফাত হওয়ার আগে মাওলা আলীর নিকট স্থানান্তরিত করে যান। আর এই আমানতটা হলো দয়াল রাসূলের মারেফতের গুপ্ত ধন ভান্ডার। দয়াল রাসূল (সাঃ) বলেন, মারেফাত হলো আমার নিগূঢ় রহস্য। একজন মানুষ যেমন মহাসাগরের কূলকিনারা খুঁজতে দুঃসাধ্য হয়ে যায়, ঠিক তেমনিভাবে দয়াল রাসূলের নিগূঢ় রহস্যের কখনো কূলকিনারা খুঁজে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যার শুরু আছে কিন্তু শেষ নেই। কেয়ামত পর্যন্ত দয়াল রাসূলের এই আমানত মাওলা আলীর নিকট সংরক্ষিত থাকবে। তাই দয়াল রাসূলের নিগূঢ় রহস্য জানতে এবং হাসিল করতে হলে, মাওলা আলীর কাছে যাইতেই হবে। হোক সে নবী-রাসূল, সাহাবী কিংবা অলী আল্লাহগণ। তাই বেলায়াতের সিলসিলা একমাত্র মাওলা আলীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত বজায় থাকবে।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

এখন কেউ যদি মাওলা আলীর মাধ্যম ছাড়া ভিন্ন পথ অবলম্বন করতে চায়, সে কখনো অলী আল্লাহ তো দুরের কথা বরং মুসলমানই হতে পারবে না। মাওলা আলীই একমাত্র বেলায়াতের সিলসিলার অধিকারী। তাই মুমিন এবং অলী আল্লাহ হইতে হলে অবশ্যই তাকে মাওলা আলীর সিলসিলার অন্তর্ভুক্ত হতে হবে। কারণ দয়াল রাসূল (সাঃ) একমাত্র মাওলা আলীকেই বেলায়াতের সিলসিলার উত্তরসূরী মনোনীত করে যান। সকল সাহাবীরাই মাওলা আলীর মাধ্যমেই জ্ঞান অন্বেষণ এবং হেদায়েতপ্রাপ্ত হয়েছেন। যারা ভিন্ন পথ অবলম্বন করছেন, তারাই মুসলমান থেকে খারিজি হয়ে গেছে।

দয়াল রাসূল (সাঃ) ছিলেন আরবের খলিফা। গাদীরে খুমে দয়াল রাসূল (সাঃ) সোয়া লক্ষ সাহাবীর সামনে মাওলা আলীকে পরবর্তী খলিফা নিযুক্ত করে যান। এই হাদিসে মনোনীত বলতে খলিফা এবং আমানত বলতে দয়াল রাসূলের নিগূঢ় রহস্য অর্থাৎ বেলায়েত বুঝানো হয়েছে। অর্থাৎ গাদীরে খুমে দয়াল রাসূল শরিয়ত ও মারেফাত দুটিই মাওলা আলীর নিকট হস্তান্তর করে যান। তখনই মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফের শেষ আয়াত নাজিল করে ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে। এর আগে আল্লাহর মনোনীত ধর্ম মোহাম্মদী ইসলাম অপরিপূর্ণ ছিলো এবং গাদীরে খুমে মাওলা আলীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। মূলত ধর্মের মূল সারবস্তুই হলো মাওলা আলী। যারা মাওলা আলীর মাধ্যমে আল্লাহ রাসূলের সন্ধান এবং জ্ঞান অন্বেষণ করে, তারাই মুমিন মুসলমান।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।