হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মহররম মাসে (কারবালার স্মরণে কবিতা)

মহররম মাসে (কারবালার স্মরণে কবিতা)

222

মহররম মাসে (কারবালার স্মরণে কবিতা)

মহররম মাসে
—ফকির সেলিম কাদেরী

মহররম মাসে এজিদের হাতে
দিল মাওলা হোসাইন প্রাণ,
নিরবচ্ছিন্ন সালাত কায়েমে
রাখিলো নানাজির মান,
ইসলাম জিন্দা হয় গো দেখ
দিয়ে আত্ম বলিদান ।।

কলিজা পুরা গন্ধ আমার
ইয়া হোসাইন প্রেমে তোমার,
সব ফুরালে ফুরাবেনা
মাওলা তোমার গুনগান।

আত্মার আত্মশক্তি তুমি
তোমার মাঝে জগৎ স্বামি
নানা নাতির ইস্কের বন্ধন
সারা বিশ্বে মহিয়ান।

যে করে দয়ালের স্মরণ
দয়ালেই হোসাইন আবরণ,
মুর্শিদ মাওলা পাকপাঞ্জাতন
নাই যে কোন সন্ধিহান।

ধর মুর্শিদ মাওলার রাঙা চরণ
হৃদয়ে লালন কর তার আচরণ,
মাওলার রাজি খুশিতে মিলে
পঞ্চরশিকের সন্ধান।।

কারবালার আজও চলছে ধরায়
আপন মনকে ভেঙ্গে গরায়,
সেন্টু বাবার চরণ স্মরণ করে
গায় সেলিমে মুক্তির গান।।