হোসাইনের শীরে (কারবালার স্মরণে কবিতা)

হোসাইনের শীরে (কারবালার স্মরণে কবিতা)

হোসাইনের শীরে
কথাঃ জান্নাতুল নাফিয়া রহমান

হোসাইনের শীরে খাটাইলো জোর,
এমন সাহস হইলো কিভাবে তোর
চন্দ্রবরণে রূপে হয়নি রে মায়া
লালে লাল কারবালা হায় আল্লাহ।।

শুনিয়া সহেনা পরাণে ঘটনা রণের
আহ এজিদে রক্ত নিলো হোসাইনের
ইয়া হোসাইন বলে মাতম করোরে
লালে লাল কারবালা হায় আল্লাহ।।

৭২ ইমাম মারলো রে কাফের-শয়তানে
হায় হায় হাহাকার শুনি ঈমামের কারণে
সোহদায়ে কারবালা জানাই গো সালাম
লালে লাল কারবালা হায় আল্লাহ..।।

নবীর বংশের কি হাল করলে জালিমে
নবীর কলিজায় আঘাত কার তালিমে
নাফিয়া কয় কি হারাইলে কাফেরাণে
লালে লাল কারবালা হায় আল্লাহ…।।