ইমাম হুসাইন (আঃ) এর শোকে ফেরেশতাদের মাতম।
– সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশত
হযরত আবদুল কাদির জিলানীর ‘গুনিয়াতুত তালিবিন’ গ্রন্থের উর্দু অনুবাদের ৪৮০ পৃষ্ঠায় বর্ণিত আছে, “ইমাম হোসাইনের পবিত্র রওজায় সত্তর হাজার ফেরেশতা নাজিল হয়। তারা কেয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের শাহাদাতের মুসিবতের জন্য কান্নাকাটি করতে থাকবে”। জল, স্থল, অন্তরীক্ষে, কীট-পতঙ্গ, গাছপালা, পাথর, জিন, ফেরেশতা, মহান নবী-অলিগণ ইমাম হোসাইনের (আ.) মুসিবতের ক্রন্দন করছেন যা ‘সিররুশ শাহাদাতাইন’, ‘তাফসিরুশ শাহাদাতাইন’ প্রভৃতি গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যারা ইমাম হোসাইনের শোকে মাতম তথা আর্তনাদ করেছে তারা ফেরেস্তাদের সুন্নতই আদায় করেছে।
সূত্র- নিয়ামতে খোদা আহলে বাইতে মোস্তফা।