ইমাম হোসাইন (আঃ) ছিলেন নবীজীর সবচেয়ে আদরের দৌহিত্র
ইমাম হোসাইন আ: নবীজির দৌহিত্র হিসাবে কতই না আদরের ছিলেন। প্রিয় নবীজি তার আপন সন্তান থেকেও ইমাম হাসান ও ইমাম হোসাইন (আ:) তাদেরকে বেশি ভাল বাসতেন।
এ ব্যাপারে আল্লামা জামী (রা:) বর্ননা করেন: একদিন নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইন (আ:) কে ডানে আর সাহেব জাদা হযরত ইব্রহিম (আ:) কে বামে বসিয়ে আদর করছিলেন, এমতাবস্থায় জিব্রাঈল (আ) উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রাসূলাল্লাহ আল্লাহ এদের মধ্যে দুজনকে আপনার সাথে থাকতে দিবেন না।
অতএব, তাঁদের মধ্যে একজনকে ফিরিয়ে নিবেন। অতঃপর আপনি এদের মধ্যে থেকে যাকে ইচ্ছা পছন্দ করুন। যদি হযরত ইব্রাহিম (আ:) কে নিয়ে যায় তাহলে শুধু আমি কষ্ট পাব কিন্তু যদি হোসাইন (আ:) কে নিয়ে যায় তাহলে তাঁর বিরহে তার মা হযরত ফাতিমা (আ:) এবং বাবা হযরত আলী (আ:) খুবই কষ্ট পাবে আর আমার মনটাও ক্ষুণ্ন হবে।
সুতরাং কষ্ট পেলে শুধু আমিই পাই কিস্তু আমার ফাতিমা ও আলী যেন কোন কষ্ট না পায়। এঘটনার তিন দিন পরে হযরত ইব্রাহিম (আ:) ইন্তেকাল করেন। এরপর থেকে হযরত হোসাইন (আ:) যখন নবীজীর কাছে আসতেন তখনই তাকে কোলে তুলে নিতেন।
তার কপালে চুমু খেতেন আর বলতেন” আমি হোসাইন (আ:) এর জন্য আমার সন্তান হযরত ইব্রাহিম (আ) কে কুরবানী দিয়েছি।
গ্রন্থসুত্র: ”শাওয়াহিদুন নবুয়াত”, আব্দুর রহমান জামি। (পৃষ্ঠাঃ ৩০৫)