মাওলা আলীর শান নিয়ে একটি কবিতা

মাওলা আলীর শান নিয়ে একটি কবিতা

কবিতা: মাওলা
_অয়ন সাঈদ

(উৎসর্গ: আল্লামা ইকবাল)

কারবালার নিগূঢ় রহস্যাবৃত চাদর উন্মুক্ত হলে
দেখি, মাওলার রওজাপানে কেবলার দিকবদল

এ এমন মেরাজভূমি- তাওহিদের বিচ্ছুরণ
স্রষ্টার সকল আমানত যেখানে মেহেফুজ

দলে দলে সকল আম্বিয়া এসে দেখে
দুলদুল সওয়ার মাওলার আগমন
দলে দলে আজ জ্বীন ও মালাক
ইয়া হুসাইন ইয়া হুসাইন জিকিরে মগ্ন হবে

গোধূলি আকাশ ছেয়ে যাচ্ছে আলী আসগরের
উষ্ণ লোহিত সমুদ্র ফোয়ারা বর্ণে
শূন্যে তুলে ধরে মাওলা বললেন
দেখো হে পিতা ইব্রাহীম অথচ আমি চোখ বাঁধিনি

এ এমন মেরাজভূমি- তাওহিদের বিচ্ছুরণ
স্রষ্টার সকল আমানত যেখানে পূর্ণ হলো

দলে দলে এসো নূর নেবে, নাও…
সকল মাতম যে নূরে মাওলার রঙে রঙ বদলায়ে।