মাওলা আলীর শান-মান: পর্ব-১৫

মাওলা আলীর শান-মান: পর্ব-১৫

দয়াল রাসূল পাক (সাঃ) মাওলা ইমাম আলীকে বলেনঃ
أنْتَ تَعِيْشُ عَلَي مِلَّتِي، وَ تُقْتَلُ عَلَي سُنَّتِي.

তুমি আমার পন্থায় জীবন যাপন করবে,আর আমার আদর্শের পথেই শাহাদাত বরণ করবে।

(কানযুল উম্মাল ১১:৬১৭/৩২৯৯৭,আল মুস্তাদরাক-হাকেম :৩/১৪২)

দয়াল রাসূল পাক (সাঃ) যেভাবে জীবন যাপন করতেন ঠিক সেইভাবেই মাওলা আলী জীবন যাপন করতেন। মাওলা আলী ছিলেন দয়াল রাসূল পাক (সাঃ) এর জীবন্ত মূর্ত প্রতীক এবং অপূর্ব মিলের সেতুবন্ধন। মাওলা আলী দয়াল রাসূল (সাঃ) এর আদর্শে আদর্শবান ছিলেন। যা পৃথিবীর বুকে আর কোনো সাহাবী এবং অলী-আল্লাহদের মধ্যে হুবহু ছিলো না। মাওলা আলী দয়াল রাসূল (সাঃ) এর আদর্শের প্রতি ছিলো দৃঢ সংকল্পবদ্ধ এবং শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এই আদর্শ থেকে চুল পরিমান বিচ্যুৎ হননি।

দয়াল রাসূল (সাঃ) এর আদর্শ মাওলা আলী হৃদয়ে ধারণ করার জন্যই শহীদ হন। মোনাফেক মোয়াবিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে কোরআনের হাফেজ আবদুর রহমান মুলজিমকে দিয়ে নামাজরত অবস্থায় মাওলা আলীকে হত্যা করায়। শুধু মাওলা আলীকে নয় বরং স্বয়ং দয়াল রাসূল (সাঃ) এর আদর্শকেই হত্যা করা হয়। লানত মোনাফেক মোয়াবিয়ার উপর।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel